করোনার সংক্রমণ রুখতে প্রচারে আপস করে রাজনীতিতে দায়িত্বশীলতার বিরল নজির দেখাল বামেরা।
কেন্দ্রের শাসক শুধু ভোটের সঙ্গে রোগ সংক্রমণের সম্পর্ক দেখতে পাচ্ছে না!
রাষ্ট্রের নজরদারির ঘৃণ্য নজির এবার ভোট পর্বের প্রচারে।
বিজেপির এই গানে বোধহয় শুধুই অনির্বাণদের উত্তরই দেওয়া হল, কিন্তু মানুষের মন ছুঁতে পারল কই?
পশ্চিমবঙ্গে এবারের ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অজস্র প্রশ্ন। বিজেপি ছাড়া সব দলই অভিযোগ করছে পক্ষপাতের। মানুষের বিশ্বাস হারাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এই বিষয়ে গত 19 এপ্রিল (সোমবার) www.4thpillars.com একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা এবং সাংবিধানিক আচরণ গোষ্ঠীর জহর সরকার উপস্থিত ছিলেন।
ভয়াবহতম করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচন। সংক্রমণ এড়াতে বড় সমাবেশ বন্ধ করল সিপিএম, মানুষের স্বার্থে একই পথের অনুগামী বিজেপি ছাড়া সবাই। কেন্দ্রের শাসক শুধু ভোটের সঙ্গে রোগ সংক্রমণের সম্পর্ক দেখতে পাচ্ছে না। রাজনীতি কি শুধুই ভোটে জেতা হারার লড়াই?
টেলিফোনে আড়ি পেতে শোনা শীর্ষ রাজনৈতিক নেতা কথা কোনও আইন-কানুনের তোয়াক্কা না করে ফলাও করে তার প্রচারও করছে বিরোধীরা। রাষ্ট্রের নজরদারির ঘৃণ্য নজির এবার ভোট পর্বের প্রচারে। এই বিষয়ে গত 18এপ্রিল (রবিবার) www.4thpillars.com একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় সাংবাদিক শুভাশিস মৈত্র এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
করোনা পর্বের শুরু থেকে ধরলে সব থেকে ভয়াবহ অবস্থা এখন দেশে। ভোটের প্রচারে সর্বোচ্চ স্তরের নেতা থেকে শুরু করে কর্মী কেউই বিধি মানছেন না। এখনও চার দফায় ভোটেই অনড় নির্বাচন কমিশন। ভোটের জন্য কত মূল্য দিতে হবে সাধারণ মানুষকে? এই নিয়েই www.4thpillars.com গত 16 এপ্রিল (শুক্রবার) একটি আলোচনার আয়োজন করেছিল। এই আলোচনায় সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে উপস্থিত ছিলেন সাংবাদিক রজত রায় এবং চিকিৎসক সুনন্দন বসু।
অধার্মিক হওয়ার অনেক জ্বালা, ধার্মিকের দায় শুধু নিঃশর্ত আনুগত্যেই।
সমাজের বদল চাইলে বদলাতে হবে তার মানসিকতা।